Pages

Sunday, November 7, 2010

মোজাম্মেল হক সাহেব ভদ্রভাষায়ই আপনার পদত্যাগ চাই

মুক্তিযোদ্ধার সন্তানেরা প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলঃ মোজাম্মেল সুবিদ আলীদের বিরুদ্ধে
মুক্তিযোদ্ধার সন্তানেরা প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলঃ দেশবাসী রুখে দাঁড়াও ৭১ এর মতোই মোজাম্মেল সুবিদ আলীদের বিরুদ্ধে
মুক্তিযোদ্ধার সন্তানেরা প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলঃ দেশবাসী রুখে দাঁড়াও ৭১ এর মতোই মোজাম্মেল সুবিদ আলীদের বিরুদ্ধে
২ লক্ষ ৭০ হাজার মা'বোনের ইজ্জত আর ৩০ লক্ষ শহীদের তাজা রক্তে কেনা মহান স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার প্রশ্নে আর একটা যুদ্ধ হবে, সে যুদ্ধে স্থানীয় ৭১ এর পরাজিত পাকি ঘাতক দালাল ও দালালের বংশধর দুটোকেই পরাজিত করতে হবে। 📷 ১৯৭১ এ স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ ছাড়া বাঙ্গালী জাতির কোন পথ খোলা ছিলনা। জাতিরজনক অনেক চেষ্টা করেছিলেন সকল বৈষম্য দূরীকরনের এবং একটি শান্তিপূর্ণ সমঝোতার মাধ্যমে অখন্ড পাকিস্তানকে টিকিয়ে রেখে ৬ দফা ও ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে অনেক সভা সমাবেশ আলাপ আলোচনা চালিয়েছিলেন কিন্তু ওরা সেটা চায়নি উপরন্তু বাঙ্গালীর উপর রাতের আধারে অতর্কিতে ২৫শে মার্চ গুলি করে হত্যা করেছিল হাজার হাজার বাঙ্গালী পুলিশ ও ই পি আর এর সদস্যদের। জাতিরজনকের যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনাও খালেদার সাথে ঠিক একই ভাবে অত্যন্ত বিচক্ষনতার সাথে সমঝোতা করার আপ্রান চেষ্টা করেছেন, অনেক ধৈর্য ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কিন্তু মূর্খ খালেদা সেই ইয়াহিয়া আর ভূট্টোর কুট কৌশলের পুনঃপ্রয়োগ করে এটাই প্রমান করল যে হ্যাঁ, খালেদা ৭১ এর ঘাতক দালালদের ই একজন প্রতিনিধি। এখন কি করা উচিত, তা' বর্তমান প্রজন্মের নাগরিকরাই সিদ্ধান্ত নেবে। "দেশ কি আবার পুনঃ সেই পশ্চিমা শোষকের হাতে ছেড়ে দেবে নাকি ২ লক্ষ ৭০ হাজার মা'বোনের ইজ্জত আর ৩০ লক্ষ শহীদের তাজা খুনের
মর্যাদা দিতে এগিয়ে আসবে? স্বাধীনতাত্তোর বাংলাদেশে কোন সরকার দ্বারা যে উন্নয়ন করা সম্ভব হয়নি, শেখ হাসিনার সরকার মাত্র ৫ বছরে তার চেয়ে ৪ গুন উন্নয়ন করে দেশকে আজ দক্ষিন এশিয়ার অন্যতম ধনি দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আজ তাই হিংসায় জ্বলে পুড়ে মরছে বাঙ্গালী জাতির পুরনো শত্রু পাকিস্তান। ওরা ৭১ এর বদলা নিতে চায় জংগিবাদের আবাদ করে।
সে ৭১ ঘাতক দালালের বংশধর শিবিরকে পাকিস্তান সেনাবাহিনীর আই এস আই উইংস কমান্ডো প্রশিক্ষন দিয়ে বাংলাকে বিধস্থ করার লক্ষ্যে ইতোমধ্যেই ১৭ হাজার ক্যাডারকে বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে। এদের সাথে অনেক পাকিস্তানী জঙ্গিরাও গোপনে যোগ দিয়েছে। শাহবাগ কাটাবন মসজিদ থেকে দু’জন পাকিস্তানী জঙ্গি গ্রেফতার হওয়ার কারনে অনেক

গোপন তথ্যই বেড়িয়ে আসছে। 📷৭১ র শকুনের কালো হাত ভেঙ্গে দেবার দীপ্ত শপথে, সুদৃঢ় প্রত্যয় নিয়ে আজ আবার ৭১ এর মতোই গর্জে উঠার সময় এসেছে। সমগ্র বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধভাবে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা রাজাকারমুক্ত করার লক্ষ্যে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসাতেই হবে। যুদ্ধাপরাধীদের বিচার প্রতিষ্ঠা এবং সুখি সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ “রূপকল্প ২০৪১” বাস্তবায়নের লক্ষ্যে আগামী প্রজন্মের সোনালী ভবিষ্যত গড়ার একান্ত প্রয়োজনে নৌকার কোন বিকল্প নেই। নৌকায় ভোট দিতেই হবে, নইলে বাঙ্গালীর পরিচয় ভুলে যেতে হবে। ফিরে যেতে হবে সেই ভয়াবহ স্বৈরাচারী পশ্চিমা শোষকের যুগে। ফিরে যেতে হবে হাওয়া ভবনের সন্ত্রাস আর দুর্বৃত্ত্বের দুঃশাসনের নির্যাতন লুন্ঠনের যুগে। ঘরের বাড়ন্ত যুবতি কন্যার জীবন হয়ে উঠবে বিভীষিকাময়। হবে ধর্মের নামে সাম্প্রদায়িক জঙ্গিবাদের উত্থান। লাশ হবে স্কুল কলেজে পড়ুয়া আগামী প্রজন্ম। মাঝ পথে থেমে যাবে শেখ হাসিনার উন্নয়নের দুর্বার গতি। দেশ যাবে আবার ১০০ বছর পিছনে। বিশ্বের কাছে আবারও আমাদের পরিচয় দিতে হবে দরিদ্র্য ভিক্ষুক জাতি হিসেবে। যা’ বিগত ১০ বছরে আওয়ামী লীগ সরকার ঘুচিয়ে দিয়েছে ব্যাপকতর উন্নয়নের মাধ্যমে।
আর একটি কথাঃ মুক্তিযোদ্ধারা অনেকেই বলেন না যে “আমি মুক্তিযোদ্ধা ছিলাম”। কেউ বলেন কেউ বলেন না। আমি মাইক নিয়ে বলে বেড়াই "আমি মুক্তিযোদ্ধা কারন যে বয়সে যুদ্ধে গিয়েছি সেটি একজন যোদ্ধার বয়স ছিল না। সেটিকে বাৎসল্য বা ছেলেখেলা মনে করা যায়। ১৬ বছর বয়সে বাড়ীতে না বলে সংসারের ৬ ভাইয়ের সবচে' ছোট ছেলেটি মুক্তিযুদ্ধে অংশ গ্রহনের জন্য মুজিবনগরে যেতে পারে এটা ভাবা যায়না।" এর মূলেই ছিল অগাধ দেশপ্রেম। স্বাধীন বাংলাদেশে জাতির জনক থেকে শূরু করে ৭২ এর মন্ত্রী পরিষদের কেউ ছিলেন না যাদের সাথে আমি পরিচিত ছিলাম না। আমি যুদ্ধ দেখেছি নিজের চোখে, আমি ৭৫ এর রক্তের বন্যা দেখেছি নিজের চোখে। ২০০১ এক থেকে বি এন পি জামাত জোট সরকারের নির্যাতন লুন্ঠন দুর্নীতি দেখেছি নিজের চোখে। ক্ষুদ্র আমি অতি নগণ্য, যা'বুঝি, যেটূকু জানি তাই চরম সত্য দিবালোকের মতোই মানি। মাঝে মাঝে বাঙ্গালী জাতির উপর আমি ক্ষেপে যাই, আপনারা অনুভব করবেন হয়তো, কেন মুক্তি হঠাৎ করে মাঝে মধ্যেই উল্টা পালটা কথা বলে? আসলেই তাই, মাঝে মধ্যেই ঘুমের ঘোরে কেঁদে উঠি, কেন তা' জানি না, তবে সে ওই ১৫ই আগষ্টের কারনে এটা পরিস্কার বুঝতে পারি। এ সোনার মানুষটির জন্ম না হলে স্বাধীনতার প্রশ্নই উঠতো না। বঙ্গবন্ধু না হলে কার বজ্রকন্ঠের উদাত্ত আহবানে এই ঘুমন্ত বাঙ্গালী জাতি জেগে উঠতো? কেউ কি ছিলেন “ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার সুস্পষ্ট তাগিদ দেবার?” কেউ কি ছিলেন তোমাদের "যা'কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে" বাংগালী জাতির অভিভাবক হিসেবে এমন পিতৃসূলভ নির্দেশ দানের? । কিন্তু আজকের এই জঙ্গিবাদী ভন্ড ইসলামের নামে মানুষ হত্যাকারী মৌলবাদীদের পেয়ারে দোস্ত বাংলার দ্বিতীয় মীর জাফর খন্দকার মোস্তাক আর তাহের উদ্দিন ঠাকুর গং রা আজো এই বাঙ্গালী জাতিকে পশ্চিম পাকিস্তানের গোলাম হিসেবে পা'চাটা ক্রীতদাস হিসেবেই গৃহবন্দী করে রাখতো যদি সেদিন তাজুদ্দিন আহমেদ হাল না ধরতেন। ইতিহাস কথা বলে। আমি মুক্তিযুদ্ধ দেখেছি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি, আমি তাজুদ্দিনকে দেখেছি, আমি তোমাদের স্বাধীনতা দেখেছি।
আমি বাঙ্গালী জাতির কালের ইতিহাসের পাতার কোন এক পৃষ্ঠার ছোট্ট একটি অক্ষর "মুক্তি" “সব কথার শেষ কথা, বাঁচাতে নিজের মাথা, স্ত্রী পুত্র বন্ধু ভ্রাতা গর্জে ওঠো, যথা তথা” প্রত্যেক ঘরে ঘরে গ্রাম থেকে গ্রামান্তরে মহল্লায় ইউনিয়নে, পথে কিংবা প্রান্তরে, মাঠে ঘাটে, এখানে সেখানে । রুখে দাঁড়াও, জঙ্গিরা যেখানে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। মুক্তিযোদ্ধা কণ্ঠশিল্পী মোকতেল হোসেন মুক্তি, সভাপতি, সময়'৭১ প্রতিষ্ঠাতা সভাপতি মালদ্বীপ আওয়ামী লীগ। সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ  

যুদ্ধাপরাধী আবু সাঈদের নতুন ফতোয়া নিয়ে ব্রিটেনে বিতর্ক

war criminal abu saeed
সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি
লন্ডন: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে হত্যা, ধর্ষণ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত যুদ্ধাপরাধী আবু সাঈদের দেওয়া নতুন এক ফতোয়া নিয়ে ব্রিটেনে শুরু হয়েছে বিতর্ক। ব্রিটিশ আইনের সঙ্গে সাংঘর্ষিক এই ফতোয়া এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি দাড় করিয়েছে ব্রিটেনের মডারেট মুসলমানদের।
 
এই ফতোয়া রাজনীতি সচেতন মানুষকে নিয়ে গেছে ৭১ এ বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে আবু সাঈদসহ তাঁর দোষরদের মানবতা বিরোধী অপকর্মের সময়কালে।
 
বিবাহ সম্পর্কের মধ্যে হলেও জোড়পূর্বক যৌনকর্মের চেষ্টা ব্রিটেনে বেআইনি হলেও শরিয়া কাউন্সিল অব ব্রিটেন এর প্রধান অভিযুক্ত যুদ্ধাপরাধী আবু সাঈদ সম্প্রতি ব্রিটেনের জনপ্রিয় সমসা ব্লগ এ দেয়া এক সাক্ষাতকারে এর বিরুদ্ধে ফতোয়া দিয়ে ব্রিটেনের পুলিশ প্রশাসনসহ সর্বত্রো হইচই ফেলে দিয়েছেন।
 
আবু সাঈদ বলেছেন বিবাহ সম্পর্কের মধ্যে জোড়পূর্বক যৌনকর্মের চেষ্টাকে ধর্ষণ হিসেবে গন্য করা যায় না, বড়জোড় অশোভন বা অসভ্যতা বলা যায়, এর বেশি কিছু নয়। তিনি এই বিষয়টিকে ইসলামে বেআইনী বা নিষিদ্ধ বলতে নারাজ।

আবু সাঈদ তাঁর ফতোয়ায় বলেন, বিবাহ সম্পর্কের মধ্যে পারষ্পরিক সমঝোতার বাইরে যৌন সম্পর্ক কোন ক্রিমিনাল অফেন্স নয়। বিবাহ সম্পর্কের মধ্যে ধর্ষণ নামক কোন শব্দ নেই, হতে পারে এটি আক্রমনাত্মক বা অশোভন। এটির জন্যে দায়ী পকে অপরাধী বলা যাবে না।
 
কারণ যখন একজন নারী-পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তারা এই মর্মে একমত হয়েই বিবাহ করে যে, যৌন সম্পর্ক বিবাহেরই একটি অংশ। সুতরাং বিবাহ সম্পর্কের মধ্যে যৌন সম্পর্ক বিরোধী কোন বিষয় থাকতে পারে না। অবশ্য স্বামী-স্ত্রী কোন একজনের ইচ্ছের বিরুদ্ধে যৌনকর্ম করা ঠিক নয়, এটি অশোভন। তবে ইসলামের দৃষ্টিতে বেআইনী নয়। 

সাঈদ বলেন,  বিবাহ সম্পর্কের মধ্যের অনিচ্ছাকৃত যৌনকর্মকে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করছে ব্রিটেন। এই ধারণা তাঁরা নিয়েছে পশ্চিমা বিশ্বের তথাকথিত সম অধিকারের স্লোগান থেকে। মানুষের ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছার ক্ষেত্রেও তারা সমঅধিকারের বিষয়টির অপব্যবহার করছে। আমি মনে করি এটিও একটি আগ্রাসন। বিবাহ সম্পর্কের মধ্যে কোন পরে অনিচ্ছাকৃত যৌনকর্মের চেষ্টাকে ধর্ষণ বলাও একটি আগ্রাসন। এটি ছোট আগ্রাসনের বিরুদ্ধে বড় আগ্রাসন। 

সাঈদ বলেন ধর্ষণ ব্রিটেনে বেআইনি। এর শাস্তি তিন, পাঁচ বা তার চেয়েও বেশি কারাদণ্ড। বিবাহ সম্পর্কের মধ্যের অনিচ্ছাকৃত যৌনকর্মের চেষ্টাকেও যদি ধর্ষণ বলা হয় তাহলে এটি ইনসাফ হতে পারে না। এটি হবে ছোট্র আগ্রাসনের বিরুদ্ধে বড় আগ্রাসন। 

তিনি বলেন, ইসলাম মনে করে এটি ঠিক নয়। কারন বিবাহ মানেই যৌন সম্পর্কের অনুমতি। এতে কোন পক্ষ যদি অন্যপরে অনিচ্ছায়ও তা করতে চায়, তা বিবাহ চুক্তির কোন লঙ্ঘন নয়, বড়জোড় অসুন্দর। 

এদিকে, অভিযুক্ত যুদ্ধাপরাধী আবু সাঈদের এই ফতোয়ার কথা প্রকাশ হওয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ব্রিটেনের বিভিন্ন মহলে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আবু সাঈদদের মানবতা বিরোধী অপকর্মের অভিযোগের কথা উল্লেখ করে বিভিন্ন ব্লগে প্রচারিত মন্তব্যে বলা হয়, এ ধরণের ফতোয়া আবু সাঈদরা দিতে পারেন, এটি ৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তারা প্রমাণও দিয়েছেন। 

কোন কোন মন্তব্যে ১৯৯৫ সালে বিবিসির চ্যানেল ফোর-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তৈরী যুদ্ধাপরাধ বিষয়ক ডকুমেন্টারিতে ব্রিটেনে বসবাসরত তিন যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিন, আবু সাঈদ ও লুৎফুর রহমানের মানবতা বিরোধী অপরাধের বিবরণের কথা উল্লেখ করে ঐ সময়ের ইউটুব ফুটেজও ব্যবহার করা হয়। 

ব্রিটেনের মডারেট মুসলমানরাও আবু সাঈদের এই ফতোয়ায় বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন হয়েছেন। অনেকে ধারণা করছেন, সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত মুসলিম কমিউনিটির একটি সেমিনারে কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান পাকিস্তানী বংশোদ্ভুত সাঈদা ওয়ারসিকে আসতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের বাধাও আবু সাঈদের ঐ ফতোয়ার প্রতিক্রিয়া। 

গত মার্চ মাসে চ্যানেল ফোর এ প্রচারিত ব্রিটেন ইসলামিক রিপাবলিক ডকুমেন্টারির প্রসঙ্গ উল্লেখ করে বাংলানিউজকে কেউ কেউ বলছেন, ইসলামিক চরমপন্থিদের পরিকল্পনার অংশও হতে পারে সাঈদের এই ফতোয়া, যা ব্রিটেনের মুসলমানদের প্রতি আরো সন্দেহ বাড়িয়ে দেবে ব্রিটিশদের। 

রেইপ ফর দ্যা অ্যাসোসিয়েশন অব চিফ পুলিশ অফিসার-এর মূখপাত্র ও চেশায়ারের চিফ কনস্টেবল ডেইভ ওয়াটন বলেছেন, শরিয়া আইন ব্রিটিশ আইনের বিকল্প হতে পারে না। আবু সাঈদের নতুন ফতোয়া ধর্ষণের শিকার মহিলাদের আইনের আশ্রয় নিতে নিরুৎসাহিতই করবে, এই সমস্যা সমাধানে কোন ভূমিকা রাখবে না। 

এখানে উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আল বদর বাহিনীর নেতা হিসেবে সিলেটে বিভিন্ন মানবতা বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন বলে আবু সাঈদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।



Tuesday, October 19, 2010

The President



Sheikh Hasina, President, Bangladesh Awami League
SHEIKH HASINA, Honorable Prime Minister of People's Republic of Bangladesh(2nd term), was born on 28 September, 1947 at Tungipara under Gopalganj district. She is the eldest of five children of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, the founder of independent Bangladesh.
She graduated from the University of Dhaka in 1973. She was elected Vice President of the Students Union of Government Intermediate Girl’s College. She was a member of the students League Unit of Dhaka University and Secretary of the Students League Unit of Rokeya Hall. She actively participated in all the mass movements since her student life.
Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman along with the members of his family was martyred on the fateful night of 15 August 1975. Sheikh Hasina and her younger sister Sheikh Rehana were the only survivors as they were in West Germany at that time. Later she went to the United Kingdom from where she started her movement against the autocratic rule in 1980. Sheikh Hasina was unanimously elected President of Bangladesh Awami League in 1981 in her absence, while she was forced to live in exile in New Delhi. Ending six years in exile, she returned home finally on 17 May 1981.
In the parliamentary election held in 1986, she won three seats. She was elected Leader of the Opposition. She led the historic mass movement in 1990 and announced the constitutional formula for peaceful transfer of power through Articles 51 and 56 of the Constitution.
Following the election of 1991 Sheikh Hasina became Leader of the Opposition in the country’s Fifth Parliament, She steered all the political parties in the parliament towards changing the Presidential system into the Parliamentary one.
Sheikh Hasina created awareness among the people and waged a struggle for Non-party Caretaker Government to ensure free and fair polls. Her movement reached the peak after a non-cooperation movement in March 1996 and the provision for Non-party Caretaker Government was incorporated in the Constitution.
At the call of Sheikh Hasina a large number of people of all walks of life expressed solidarity with the movement at the ‘Janatar Mancha’. In the Parliamentary election held on 12 June 1996, Bangladesh Awami League emerged as the majority party and she assumed the office of the Prime Minister of Bangladesh on 23 June 1996.
After becoming the Prime Minister, Sheikh Hasina adopted a number of pragmatic policies for overall development of the nation including poverty alleviation. During the last four years her government achieved laudable success including signing of the historic 30 year Ganges Water Sharing Treaty with India, signing of historic peace Accord on Chittagong Hill Tracts and inauguration of the Bangabandhu Bridge on the river Jamuna.
Sheikh Hasina was conferred Degree of Doctor of Law by the Boston University of the USA on 6 February 1997 and Honorary Doctor of Law by the Waseda University of Japan on 4 July 1997. She was also conferred the Honorary Doctorate of Philosophy in Liberal Arts by University of Abertay Dundee of the United Kingdom on 25 October, 1997. She was conferred Honorary Degree of Desikottama (Doctor of Literature, honoris causa) by Visva-Bharati University of West Bengal, India on 28 January 1999. She was also conferred the degree of Doctor of Laws, honoris causa, on the ground of her distinguished creative contributions in the service of society by the Australian National University on 20 October 1999. Dhaka University conferred Honorary 'Doctor of Laws' degree to Sheikh Hasina on 18 December, 1999 for her outstanding contribution towards peace and democracy. The World famous Catholic University of Brussels, Belgium conferred Honorary Doctorate degree (Doctor Honoris Causa) on Sheikh Hasina on 04 February, 2000 for her decisive role in establishing democracy, protecting human rights and peace. Sheikh Hasina has been conferred Honorary Doctor of Humane Letters by the Bridgeport University, USA on 5 September, 2000.
Sheikh Hasina has been awarded UNESCO's Houphouet-Boigny Peace Prize for 1998 for her remarkable contribution to bringing peace through ending the 25 years of conflict in Chittagong Hill Tracts with political courage and statesmanship.
Prime Minister Sheikh Hasina received prestigious Pearl S. Buck Award '99 on 9 April 2000 in recognition of her vision, courage, achievements in political, economic and humanitarian fields by Randolph Macon Women's College of USA. The UN Food and Agriculture Organization (FAO) has been awarded the prestigious CERES' medal to Prime Minister Sheikh Hasina in recognition to her fight against hunger on 02 August, 1999. The All India Peace Council awarded her 'Mother Teresa Award' in 1998. The Mahatma M K Gandhi Foundation of Oslo, Norway awarded Sheikh Hasina ‘M K Gandhi Award’ for 1998 for her contribution towards promotion of communal understanding, non violent religions harmony and growth of democracy at the level of grassroots in Bangladesh. Sheikh Hasina was named Paul Haris Fellow by the Rotary Foundation of Rotary International. She was also given Medal of Distinction in 1996-97 and 1998-99 and Head of State Medal in 1996-97 by the International Association of Lions Clubs.
She has authored several books including "Why Are They Street Children", "The Origin of Autocracy", 'Miles to Go", "Elimination of Poverty and Some Thoughts", "People and Democracy", "My Dream My Struggle" and "Development for the Masses." She performed holy Hajj and Umrah several times.
Sheikh Hasina is the Chairperson of "The Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman Memorial Trust". She has been helping a lot of poor boys and girls for their education.
Prime Minister Sheikh Hasina, throughout her life has been a strong proponent of peace, freedom and democracy. From an early age, inspired by the lofty ideals and love for the people of her father, Bangabandhu Sheikh Mujibur Rahman, the liberator of Bangladesh, she developed a strong sense of identity for the common people. She always spoke out against oppression and violation of human rights. This commitment has hardened over the years, particularly when her parents, brothers and scores of relatives were brutally assassinated by the misguided members of the military in 1975 soon after the independence of Bangladesh.
Since that time her resolve for democracy and development for the teeming millions of Bangladesh has become firmly entrenched. She struggled for the return of democracy in Bangladesh and fought valiantly for its establishment in the country in every possible manner. She was committed to making Parliament the centre of all national activities.
In 1996, the people of Bangladesh gave her a strong mandate as the Prime Minister of the country. Despite serious resource and constraints and recurrent natural calamity as well as widespread poverty, Prime Minister Sheikh Hasina, during the first two years of her government, has lived up to her unswerving commitment to the cause of peace, democracy, development and human rights.
Her first act of peace within months of her assumption of office was the initiative for resolution of the long-standing water-sharing dispute with India through a 30-years treaty. This put an end to a very complex regional dispute.
Her visionary idea of a business summit among the political and private sector leaders of Bangladesh, India and Pakistan has added a new chapter in the history of South Asia.
Her dedicated leadership also made possible a peace agreement in the Chittagong Hill Tracts, thereby solving the 23-year old insurgency in the Hill districts of Bangladesh. This peace accord brought an area inhabited by nearly 5 million people out of violence and into a time of peace and development. Though the international media has not given much prominence to this accord, it is uniquely remarkable because the peace accord benefited such a large number of people and the whole area has been brought under development programs following the complete surrender of arms by the insurgents.
Her quest for peace has taken her to India and Pakistan to talk to the leaders of these two countries soon after the nuclear test urging reduction of tension in the region.
Prime Minister Hasina has been a strong advocate for the Culture of Peace at global, regional and national levels. In many major conferences, she espoused the concept of the Culture of Peace, most recently in South Africa at the 12th Summit of the Non-Aligned Movement (NAM) which has a membership of 114 countries. Her initiative has resulted in the first-ever resolution by the Plenary of the United Nations General Assembly on the Culture of Peace. She also provided leadership for the declaration by the UN of the period 2001 to 2010 as the International Decade for Culture of Peace and Non-Violence for the Children of the World.

Prime Minister Hasina’s determination for the eradication of poverty, in particular through wide-ranging microcredit programmes, has been recognized world-wide. Her co-chairpersonship of the Microcredit Summit in February 1997 which resolved to bring 100 million families of the world out of poverty by 2005 focused world attention to her strong commitment to the eradication of poverty and enlistment of the poorest of the poor. She has been a champion of microcredit by spreading the message in major international forums. Her leadership led to the adoption for the first time by UN General Assembly a far-reaching resolution on the role of microcredit in the eradication of poverty.
Along with poverty eradication, she has focused on the empowerment of women and has successfully completed legislation to ensure adequate representation of women in the local government bodies, leading to the election of more than 14,000 women to these bodies in 1997. She has taken major initiatives to stop violence against women and children.
She has also provided leadership in the field of education, particularly for the education of girls in her own country as well as advocating it for global support. Her government has greatly enhanced budgetary allocation for primary education focusing on girls’ education. To improve the quality of life of the people of Bangladesh, Prime Minister Sheikh Hasina has particularly focused on human development, paying special attention to healthcare, family planning, nutrition, women’s rights and survival and development of children. At the UN and other forums, she has been a major voice in support of the cause of children and their rights.

Prime Minister Sheikh Hasina has, all along her life, defended human rights in every possible way. Her active promotion of the rights of women and children has drawn appreciation by both government and NGOs as well as international organizations. She has promoted the right to development as having centrality in the human rights regime. At the NAM Summit in South Africa in 1998, her proposal for a Convention on the Right to Development received welcoming endorsement of the Heads of State and Government. She initiated the establishment of a National Human Rights Commission and the office of Ombudsperson as well as Bangladesh’s recent accession to six major human rights instruments including the International Covenant on Economic, Social and Cultural Rights.

Her keen interest resulted in the signature by Bangladesh of the Statute for the International Criminal Court (ICC) and ratification of the Landmines Treaty, being the first country in South Asia to do so.
Prime Minister Sheikh Hasina’s initiative resulted in the hosting of the first-ever conference of the Asian parliamentarians devoted to peace and cooperation in Dhaka in September 1999 which elected her as the first President of the Association of Asian Parliaments for peace established at the conference.
At present, as someone who has lost so much personally and has been a victim of oppression and denial of freedom, Prime Minister Sheikh Hasina stands out as a messenger of peace, democracy, development and human rights. Her leadership of the eighth largest country of the world manifests her concern for the people, seen again during the worst-ever floods in Bangladesh in 1998.

§ Sheikh Hasina is the recipient of the UNESCO Houphouet-Boigny Peace Prize for 1998 for her role in bringing peace in the Chittagong Hill Tracts region of Bangladesh.
§ Sheikh Hasina has been awarded the Mahatma Gandhi Award for 1998 (Oslo, Norway) for her contribution towards promotion of communal understanding, non-violence, religious harmony and growth of grassroots democracy in Bangladesh.
§ She has been awarded 1999 CERES Medal for contribution to the agriculture development by the Food and Agriculture Organization of the United Nations, Rome.
§ She is the winner of the 1999 Pearl S. Buck Award for "your vision, your courage and your achievements in political, economic and humanitarian spheres capture the spirit of the award and of the woman who inspired it."
§ She has been awarded honorary Doctor of Liberal Arts by the University of Alberta Dundee in the United Kingdom in October 1997.
§ She has been conferred honorary Doctor of Laws by the Boston University in the United States and the Waseda University of Japan.
§ She has been conferred the degree of Desikottama (Doctor of Literature) by the Visva-Bharati University, India founded by Nobel Laureate Rabindranath Tagore.
§ She has been conferred honorary Doctor of Laws by the Australian National University in October 1999.
§ Prime Minister Sheikh Hasina has been conferred honorary Doctor of Laws by Dhaka University in December 1999.
§ She has been conferred honorary Doctor of Laws by the Catholic University of Brussels in February 2000.
§ Prime Minister Sheikh Hasina has been conferred by the honorary Doctor of Humane Letters for her contribution to world peace and development by the University of Bridgeport, Connecticut in the United States on 5 September 2000.
Under her leadership her party Bangladesh Awami League led grand alliance to win a landslide victory in the 9th Parliament Election on December 29, 2008 with 262 seats out of 299 in the National Parliament.

Sheikh Hasina took oath as Prime Minister of Bangladesh (2nd term) at a ceremony held at Banghabhaban on January 06, 2009.

Syed Ashraful Islam, Secretary
Sayed Ashraful Islam is a Bangladeshi politician and currently the general secretary of the Bangladesh Awami League. He is also the current LGRD minister of Bangladesh. Ashraful was a successful freedom fighter during 1971 libaration war. He is the son of Bangladesh's leading independence leader Syed Nazrul Islam who was acting president during the liberation war. Ahraful is an MA and is a businessman by profession. He was involved in politics from the student life. He became the general secretary of greater Mymensingh district Chhatra League and assistant publicity secretary of the central unit. He also worked as the acting general secretary of Awami League (AL) after the arrest of its general secretary Abdul Jalil. Now he is working as the spokesman of Awami League. He is the son of Sayed Nazrul Islam, acting president of the then Mujibnagar government in 1971.

Ashraful went to the United Kingdom after the killing of his father in prison along with three other national leaders in 1975. He came back to Bangladesh in 1996 and was elected lawmaker from Kishoreganj Sadar in the 7th national elections. He was elected a lawmaker in the 2001 election too. He worked as a member of the parliamentary standing committee on foreign ministry. His electoral pledges include building up developed road and rail link from Dhaka to Kishoreganj.

THE FUTURE LEADER & HOPE OF THE NATION

Sajeeb Wajed Joy : welcome to Bangladesh Awami League
This is the largest online community of Sajeeb Wazed Joy and the credit also goes to the members.
Sajeeb Wazed Joy was born in 1971 during the Bangladesh Liberation War to the eminent nuclear scientist Late Dr. M. A. Wazed Miah and Awami League President Sheikh Hasina Wazed.
Sajeeb Wazed is an IT professional. He is a graduate of St. Joseph's College, an affiliate of Bangalore University and the University of Texas in Arlington, Texas with a Bachelor of Science in Computer Engineering. Now he is studying Masters in Public Administration at the John F. Kennedy School of Government at Harvard University.
He is involved with different social and cultural activities. A number of Articles writen by him has been published in different international media including Prestigious Harvard International Review. He is also an Advisor to Prime Minister Sheikh Hasina.
He has been a key negotiators for Bangladesh Awami League on ´the restoration of democracy in Bangladesh with the former interim government.

Sajeeb Wazed Joy is the first Bangladeshi who has been selected as one of 250 Young Global Leaders by the World Economic Forum.

Monday, October 18, 2010

Introduction

The Bangladesh Awami League (AL) (Bengali: বাংলাদেশ আওয়ামী লীগ; translated from FarsiBangladesh People's League), commonly known as the Awami League, is the mainstream center-left, secular political party in Bangladesh. It is also currently the governing party after winning the 2008 Parliamentary elections in Bangladesh.

The Awami League was founded in Dhaka, the former capital of the Pakistani province ofEast Bengal, in 1949 by Bengali nationalists Maulana Abdul Hamid Khan Bhashani,Shamsul Huq, and later Huseyn Shaheed Suhrawardy. The Awami League was established as the Bengali alternative to the domination of the Muslim League in Pakistan. The party quickly gained massive popular support in East Bengal, later named East Pakistan, and eventually led the forces of Bengali nationalism in the struggle against West Pakistan's military and political establishment. The party under the leadership of Sheikh Mujibur Rahman, the founding father of Bangladesh, would lead the struggle for independence, first through massive populist and civil disobedience movements, such as the Six Point Movement and 1971 Non-Cooperation Movement, and then during the Bangladesh Liberation War. After the emergence of independent Bangladesh, the Awami League would win the first general elections in 1973 but was overthrown in 1975 after the assassination of Sheikh Mujibur Rahman.The party was forced by subsequent military regimes into political wilderness and many of its senior leaders and actvists were executed and jailed. After the restoration of democracy in 1990, the Awami League emerged as one of the principal players of Bangladeshi politics.

Amongst the leaders of the Awami League, five have become the President of Bangladesh, four have become the Prime Minister of Bangladesh and one became the Prime Minister of Pakistan. Since the independence of Bangladesh, the party has been under the control of the family of Sheikh Mujibur Rahman. His daughter and also the incumbent Prime Minister of Bangladesh, Sheikh Hasina, has been heading the party since 1981.

Sunday, September 5, 2010

7th march, 1971 the historical declaration of independence

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ
আজ দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন।আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি- আজ ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও যশোরের রাজপথ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে।
7th March 1971 at racecourse ground
আজ বাংলার মানুষ মুক্তি চায়-তারা বাঁচতে চায়।তারা অধিকার পেতে চায়।নির্বাচনে আপনারা সম্পূর্ণভাবে আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন শাসনতন্ত্র রচনার জন্য। আশা ছিল জাতীয় পরিষদ বসবে, আমরা শাসনতন্ত্র তৈরী করবো এবং এই শাসনতন্ত্রে মানুষ তাদের অর্থনৈতিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি লাভ করবে। কিন্ত ২৩ বছরের ইতিহাস বাংলার মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। ২৩ বছরের ইতিহাস বাংলার মানুষের মুমুর্ষু আর্তনাদের ইতিহাস, রক্ত দানের করুণ ইতিহাস।নির্যাতিত মানুষের কান্নার ইতিহাস।

১৯৫২ সালে আমরা রক্ত দিয়েছি। ১৯৫৪ সালে নির্বাচনে জয় লাভ করেও ক্ষমতায় বসতে পারিনি।১৯৫৮ সালে দেশে সামরিক শাসন জারি করে আইয়ুব খান দশ বছর আমাদের গোলাম করে রাখলো।১৯৬৬ সালে ৬-দফা দেয়া হলো এবং এর পর এ অপরাধে আমার বহু ভাইকে হত্যা করা হলো।১৯৬৯ সালেগণ-আন্দোলনের মুখে আইয়ুবের পতনের পর ইয়াহিয়া খান এলেন। তিনিবলেলেন, তিনি জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবেন, শাসনতন্ত্র দেবেন,আমরা মেনে নিলাম।


Banga beer Kader Siddiqui surrendering his arms Bangabandhu
তার পরের ঘটনা সকলেই জানেন। ইয়াহিয়া খানের সংগে আলোচনা হলো-আমরা তাকে ১৫ ইং ফেব্রুয়ারী জাতীয় পরিষদের অধিবেশন ডাকার অনুরোধ করলাম। কিন্তু 'মেজরিটি'পার্টির নেতা হওয়া সত্ত্বেও তিনি আমার কথা শুনলেন না। শুনলেন সংখ্যালঘুদলের ভুট্টো সাহেবের কথা।আমি শুধু বাংলার মেজরিটিপার্টির নেতা নই, সমগ্র পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা। ভুট্টো সাহেব বললেন, মার্চের প্রথম সপ্তাহে অধিবেশন ডাকতে, তিনি মার্চের ৩ তারিখে অধিবেশন ডাকলেন।
আমি বললাম, তবুও আমরা জাতীয় পরিষদের অধিবেশনে যাব এবং সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্বেও কেউ যদি ন্যায্য কথা বলে আমরা তা মেনে নেব, এমনকি তিনি যদি একজনও হ'ন।
জনাব ভুট্টো ঢাকা এসেছিলেন। তাঁর সঙ্গে আলোচনা হলো। ভুট্টো সাহেব বলে গেছেন আলোচনার দরজা বন্ধ নয়; আরো আলোচনা হবে।মওলানা নুরানী ও মুফতি মাহুমুদ সহ পশ্চিম পাকিস্তানের অন্যান্য পার্লামেন্টারী নেতা এলেন, তাদের সঙ্গে আলোচনা হলো- উদ্দেশ্য ছিলো আলাপ-আলোচনা করে শাসনতন্ত্র রচনা করবো।তবে তাদের আমি জানিয়ে দিয়েছি ৬-দফা পরিবর্তনের কোন অধিকার আমার নেই,এটা জনগণের সম্পদ।
কিন্তু ভুট্টো হুমকি দিলেন।তিনি বললেন, এখানে এসে'ডবল জিম্মী' হতে পারবেন না। পরিষদ কসাই খানায় পরিণত হবে। তিনি পশ্চিম পাকিস্তানী সদস্যদের প্রতি হুমকি দিলেন যে, পরিষদের অধিবেশনে যোগ দিলে রক্তপাত করা হবে, তাদের মাথা ভেঙে দেয়া হবে।হত্যা করা হবে। আন্দোলন শুরু হবে পেশোয়ার থেকে করাচী পর্যন্ত। একটি দোকানও খুলতে দেয়া হবেনা।
তা সত্বেও পয়ত্রিশজন পশ্চিম পাকিস্তানী সদস্য এলেন। কিন্ত পয়লা মার্চ ইয়াহিয়া খান পরিষদের অধিবেশন বন্ধ করে দিলেন। দোষ দেয়া হলো, বাংলার মানুষকে, দোষ দেয়া হলো আমাকে, বলা হলো আমার অনমনীয় মনোভাবের জন্যই কিছু হয়নি।
এরপর বাংলার মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠলো।আমি শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যাবার জন্য হরতাল ডাকলাম। জনগণ আপন ইচ্ছায় পথে নেমে এলো।
কিন্তু কি পেলাম আমরা? বাংলার নিরস্ত্র জনগণের উপর অস্ত্র ব্যবহার করাহলো। আমাদের হাতে অস্ত্র নেই। কিন্তু আমরা পয়সা দিয়ে যে অস্ত্র কিনে দিয়েছি বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্যে, আজ সে অস্ত্র ব্যবহার করা হচ্ছে আমার নিরীহ মানুষদের হত্যা করার জন্য। আমার দুঃখী জনতার উপর চলছে গুলী।
আমরা বাংলার সংখ্যাগরিষ্ঠমানুষ যখনই দেশের শাসনভার গ্রহণ করতেচে য়েছি, তখনই ষড়যন্ত্র চলেছে-আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে।
ইয়াহিয়া খান বলেছেন, আমি নাকি ১০ই মার্চ তারিখে গোলটেবিল বৈঠকে যোগদান করতে চেয়েছি,তাঁর সাথে টেলিফোন আমার আলাপ হয়েছে। আমি তাঁকে বলেছি আপনি দেশের প্রেসিডেণ্ট, ঢাকায় আসুন দেখুন আমার গরীব জনসাধারণকে কি ভাবে হত্যা করা হয়েছে, আমার মায়ের কোল খালি করাহয়েছে ।
আমি আগেই বলে দিয়েছিকোন গোলটেবিল বৈঠক হবেনা। কিসের গোল টেবিল বৈঠক? কার গোল টেবিল বৈঠক? যারা আমার মা'বোনের কোল শূন্য করেছে তাদের সাথে বসবো আমি গোল টেবিল বৈঠকে ?
তেসরা তারিখে পল্টনে আমি অসহযোগের আহবান জানালাম। বললাম, অফিস-আদালত,খাজনা-ট্যাক্স বন্ধ করুন।আপনারা মেনে নিলেন।
হঠাৎ আমার সঙ্গে বাআমাদের সঙ্গে আলোচনা না করে একজনের সঙ্গে পাঁচ ঘণ্টা বৈঠকের পর ইয়াহিয়া খান যে বক্তৃতা করেছেন, তাতে সমস্ত দোষ আমার ওবাংলার মানুষের উপর চাপিয়ে দিয়েছেন। দোষ করলেন ভুট্টো- কিন্তু গুলী করে মারা হলো আমার বাংলার মানুষকে। আমরা গুলী খাই, দোষ আমাদের-আমরা বুলেট খাই, দোষ আমাদের।
ইয়াহিয়া সাহেব অধিবেশন ডেকেছেন। কিন্ত আমার দাবী সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, হত্যার তদন্ত করতে হবে। তারপর বিবেচনা করে দেখবো পরিষদে বসবো কি বসনো না। এ দাবী মানার আগে পরিষদে বসার কোন প্রশ্নই ওঠে না, জনগণ আমাকে সে অধিকার দেয়নি। রক্তের দাগ এখনো শুকায়নি, শহীদদের রক্ত মাড়িয়ে ২৫ তারিখে পরিষদে যোগ দিতে যাব না।
ভাইয়েরা, আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধান মন্ত্রীত্ব চাইনা, মানুষের অধিকার চাই। প্রধানমন্ত্রীত্বের লোভ দেখিয়ে আমাকে নিতে পারেনি, ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়ে নিতে পারেনি। আপনারা রক্তদিয়ে আমাকে ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করে এনেছিলেন। সেদিন এই রেসকোর্সে আমি বলেছিলাম, রক্তের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করবো; মনে আছে? আজো আমি রক্ত দিয়েই রক্তের ঋণ শোধ করতে প্রস্তুত।
আমি বলে দিতে চাই, আজ থেকে কোর্ট-কাচারী,হাইকোর্ট, সুপ্রীম কোর্ট,অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সমুহ অনির্দিষ্ট-কালের জন্য বন্ধ থাকবে। কোন কর্মচারী অফিস যাবেন না। এ আমার নির্দেশ।
গরীবের যাতে কষ্ট না হয়তার জন্য রিক্সা চলবে, ট্রেন চলবে আর সব চলবে।
ট্রেন চলবে- তবে সেনা বাহিনী আনা-নেয়াকরা যাবে না। করলে যদি কোন দূর্ঘটনা ঘটে তার জন্য আমি দায়ী থাকবোনা।
সেক্রেটারীয়েট, সুপ্রীম কোর্ট, হাইকোর্ট জজকোর্টসহ সরকারী, আধা-সরকারী এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলো বন্ধ থাকবে।শুধু পূর্ব বাংলার আদান-প্রদানের ব্যাঙ্কগুলো দু-ঘন্টার জন্য খোলা থাকবে। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে টাকা যেতে পারবেন না। টেলিগ্রাফ, টেলিফোন বাংলাদেশের মধ্যে চালু থাকবে। তবে, সাংবাদিকরা বহির্বিশ্বে সংবাদ পাঠাতে পারবেন।
এদেশের মানুষকে খতম করা হচ্ছে, বুঝে শুনে চলবেন। দরকার হলে সমস্ত চাকা বন্ধ করে দেয়া হবে।
আপনারা নির্ধারিত সময়ে বেতন নিয়ে আসবেন। যদি একটিও গুলী চলে তাহলে বাংলার ঘরে ঘরে দূর্গ গড়ে তুলবেন। যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। রাস্তা ঘাট বন্ধ করে দিতে হবে। আমরা তাদের ভাতে মারবো-পানিতে মারবো।হুকুম দিবার জন্য আমি যদিনা থাকি, আমার সহকর্মীরা যদি না থাকেন, আপনারা আন্দোলন চালিয়ে যাবেন।
তোমরা আমার ভাই,তোমরা ব্যারাকে থাকো,কেউ কিছু বলবেনা। গুলী চালালে আর ভাল হবে না।সাত কোটি মানুষকে আর দাবীয়ে রাখতে পারবা না।বাঙ্গালী মরতে শিখেছে, তাদের কেউ দাবাতে পারবেনা।
শহীদদের ও আহতদের পরিবারের জন্য আওয়ামীলীগ সাহায্যে কমিটি করেছে। আমরা সাহায্যের চেষ্টা করবো। আপনারা যেযা পারেন দিয়ে যাবেন।
সাত দিনের হরতালে যে সবশ্রমিক অংশ গ্রহণ করেছেন, কারফিউর জন্য কাজ করতে পারেননি-শিল্পমালিকরা তাদের পুরো বেতন দিয়ে দেবেন।
সরকারী কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। কাউকে যেন অফিসে দেখা না যায়। এ দেশের মুক্তি না হওয়া পর্যন্ত খাজনা-ট্যাক্স বন্ধ থাকবে।আপনারা আমার উপর ছেড়ে দেন, আন্দোলন কিভাবে করতে হয় আমি জানি।
কিন্তু হুঁশিয়ার, একটা কথামনে রাখবেন, আমাদের মধ্যে শত্রু ঢুকেছে, ছদ্মবেশে তারা আত্মকহলের সৃষ্টিকরতে চায়।বাঙ্গালী-অবাঙ্গালী,হিন্দু-মুসলমান সবাই আমাদের ভাই, তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের।
রেডিও, টেলিভিশন ও সংবাদপত্র যদি আমাদের আন্দোলনের খবর প্রচার নাকরে তবে কোন বাঙ্গালী রেডিও এবং টেলিভিশনে যাবেন না।
শান্তিপূর্ণভাবে ফয়সালা করতে পারলে ভাই ভাই হিসাবে বাস করার সম্ভাবনা আছে, তা না হলে নেই।বাড়াবাড়ি করবেন না, মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যেতে পারে।
প্রস্তুত থাকবেন, ঠাণ্ডা হলেচলবে না। আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে যাবেন।আন্দোলন ঝিমিয়ে পড়লেতারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। শৃংখলা বজায় রাখুন। শৃংখলা ছাড়াকোন জাতি সংগ্রামে জয়লাভ করতে পারে না।
আমার অনুরোধ প্রত্যেকগ্রামে, মহল্লায়, ইউনিয়নে, আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম কমিটি গড়ে তুলুন।হাতে যা আছে তাই নিয়েপ্রস্তুত থাকুন। রক্ত যখনদিয়েছি, রক্ত আরও দেবো।এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।
এবারের সংগ্রাম, মুক্তিরসংগ্রাম, এবারের সংগ্রাম,স্বাধীনতার সংগ্রাম।
জয় বাংলা

Tuesday, August 10, 2010

মুক্তির কথা, মুক্তির ব্যাথা, যায়না বলা যথা তথা!



























The murderers of Bangabandhu should be bringing back & beheads them immediately. 

The memorial music album of Bangabandhu “mukthir gaan” 1 2 & 3 you may listen on:
Horrific history of Bengal

Email ID:
warcriminalsinbangladesh@gmail.com