Pages

Saturday, January 7, 2012

১৫ ই আগষ্টের উৎকট জন্মদিন-বিএনপির এমপির প্রতিবাদ : বিএনপির সমস্ত নেতাকর্মীকে বলছি

 

by Mokthel Hossain Mukthi on Sunday, August 15, 2010 at 1:32am

Khaleda's birthday to be observed on Aug 15 Posted on 13. Aug, 2010 by priyo.news in Politics The birthday of BNP Chairperson and Opposition leader in the Parliament Begum Khaleda Zia will be observed on August 15, which day is also the National Mourning Day. Leaders and workers of the party across the country will hold different programmes in observance of the day, said Press Secretary of BNP Chairperson Maruf Kamal Sohel. When asked him that Awami League Joint Secretary General Mahbubul Alam Hanif and former BNP MP Akhteruzzaman urged Khaleda Zia not to observe birthday on Aug 15, Sohel told The New Nation that Hanif's call is illogical and Akhtaruzzaman is nobody of BNP now. He said, "It is no matter who said what about the birthday of Khaleda Zia. The programme scheduled of her birthday will not be fixed as per the speech who what said." According to the party sources, BNP has not taken any programme to celebrate its Chairperson's birthday till now. But it will take programme on the occasion and the birthday will be celebrated by organising different programmes. It may be mentioned, Mahbubul Alam Hanif at a human chain in the capital organised by lawmakers of Mahila Awami League urged Khaleda Zia not to celebrate her birthday on Aug 15 saying Khaleda's birthday on the day is replica. On the other hand, urging not to celebrate the birthday on the day, Akhtar, who was expelled several times from the party, in a statement said such celebration is 'discourteous and indecent'. He warned his former chief that she would be held responsible for any unpleasant incident that may arise from the celebration.  

১৫ ই আগষ্টের উৎকট জন্মদিন-বিএনপির এমপির প্রতিবাদ : বিএনপির সমস্ত নেতাকর্মীকে বলছি
________________________________________
লিখেছেন : হাবিব ১৪ অগাষ্ট (শনিবার),

২০১০ ১০:০৬ অপরাহ্ন ১৫ ই আগষ্ট বংগবন্ধু শেখ মুজিবের হত্যা দিবস - বাদ দিলাম শেখ এর কথা-- বাদ দিলাম । ১৫ ই আগষ্ট শেখ এর সাথে তার পুরো পরিবারকে হত্যা করা হয় । রেহাই দেওয়া হয়নি ৭ বছরের শিশু রাসেল কে ও । মাঝরাতে প্রচন্ড গুলির শব্দে ঘুম ভেংগে একটা শিশু দেখল চারিদিকে গুলি হচ্ছে । রামু কাকার সাথে বাথরূমে পালিয়ে ছিল একসময় । এই লুকিয়ে থাকার সময় শিশুটি তার ভাই , ভাবী , মা , বাবা কে হত্যার শব্দ শোনে । কেমন হতে পারে এই অনুভুতি ? কেমন হতে পারে এই ঘটনা আপনার কাছে ? কেমন হতে পারে এই ঘটনা একজন মায়ের কাছে ? ঐ দিবসে একটা ভূয়া জন্মদিন পালন ঐ ঘটনাকে সেলিব্রেট করার একটা কায়দা । একজন মা কিভাবে পারে এই কাজ ?? তবে কি খালেদা জিয়া মা না ? একজন বেশ্যা কি এই কাজ করতে পারবে তার শত্রুর সাথে ? কতটা নিক্রিষ্ট হলে এই কাজ করে ? আপনাদের নেত্রী এই কাজ করে যাচ্ছে এখনও....... ধরে নিলাম শেখ খারাপ । তাই তাকে হত্যা ছারা কোন উপায় ছিলনা । বাংলাদেশকে বাচাতে হলে শেখ হত্যার কোন বিকল্প ছিলনা । তার যেন কোন উত্তরসূরী না থাকে তাই তার পরিবারকেও হত্যা করা হল । মাঝরাতে গর্ভবতী মহিলাকে ব্রাশ ফায়ার করা হল । এই সমুদয় মহৎকাজের গর্জনে বাচ্চাটা ভয়ে চিৎকার করতে লাগল যখন রামুকে গুলি করে রাসেল কে বাথরূম থেকে বার করা হল । ভয়ে আতন্কে চিৎকার করে বলল - আমি মার কাছে যাব , আমি মার কাছে যাব । পানি খাব পানি...... মহৎ ব্যাক্তিরা তখন তাকে পানি খাওয়াবে আর মায়ের কাছে নেবে বলে ৭ বছরের বাচ্চাকে ব্রাশ ফায়ার করল । মহাবীরেরা বাচ্চাটাকে অ্যাম্বুশ করার আগে এক গ্লাশ পানিও দেয় নাই । .... যখন পানি খান বা পান করেন মনে কইরেন এই কথা ....... আপনাদের কথা বাদ দিলাম , আপনাদের নেত্রী কি পানি খায় , না বাচ্চা শিশুর রক্ত গ্লাসে গ্লাসে পান করে ??? বিবেকের কাছে প্রশ্ন করেন । যদি শোধ - প্রতিশোধ কেউ নিতে চায় ১৫ ই আগষ্টের - কিভাবে তা নেওয়া উচিৎ...... কিভাবে কিভাবে কিভাবে ??????আপনার বুকে হাত রাখেন । আপনার মায়ের মুখ মনে করেন , বাপের মুখ মনে করেন - ভাবেনতো আপনি একজন গোরা বিএনপি ও যদি হন -- পারবেন এই কাজ করতে ? এর পর শেখ এর আরেক আত্মীয়ের বাড়ীতে আক্রমন । গর্ভবতী মহিলাকে গুলি করার পর তার পেটের বাচ্চাও যেন জীবিত না থাকে তাই ফজলে নূর তাপসের মায়ের পেটে ক্রস করে ২ টা পোচ দেয়া হয় । গর্ভের বাচ্চার ম্রিত্যু নিশ্চিত করার জন্য । মহাবীর ! ইতিহাসের মহাবীরেরা মাঝরাতে ঘুমন্তাবস্হায় নিরীহ নারী শিশু হত্যা করে দেশোদ্ধার করে এইভাবে ......... আর আপনি বা আপনারা এই ঘটনাকে বাহবা দেন। মাঝে মাঝে বলে উঠেন - " পচাত্তরের হাতিয়ার , গর্জে উঠুক আরেকবার । " আপনারা মাঝরাতে/ শেষরাতে ঘুমন্তাবস্হায় নিরীহ নারী শিশু হত্যাকারী মহাবীরের উত্তরাধীকারি..... এই ঘটনার একটা সেলিব্রশন হল ১৫ ই আগষ্টের জন্মদিন পালন । প্রকাশ্যে পালন । ঘটা করে পালন । ১৫ ই আগষ্টে জন্মদিন না হওয়া সত্বেও ৭৫ এর পর থেকে তা পালন । আমরা কি মানুষ না যেখানে বাস করি তা কোন দেশ ??? ভেবে বলেন তো । বিবেক কে প্রশ্ন করেন আপনার ও বাচ্চা আছে নতুবা হবে । ভাবেন , ভাবেন একবার ভাবেন । ১ বার হলেও ভাবেন । একদিন দুইদিন তিনদিন করে কতবছর এই নির্যাতন করে যাচ্ছেন আপনি , আপনার রাজনৈতিক আদর্শের নায়কেরা , আপনার নেত্রী এবং আপনারা...........থামবেন ? থামাবেন আপনার নায়কদের , আপনার আপোষহীনাকে - আপনাদের কে ?? ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমাদের ধৈর্যের বাধ ভেংগে গেছে এই নির্যাতন সইতে সইতে । গ্লাসে গ্লাশে বছর বছর শেখের রক্তপান দেখতে দেখতে আমাদের চোখে এখন আগুন ঝরছে । থামবেন নাকি থামবেন না ??? যদি এই নারকীয় ন্রিত্য খালেদা বন্ধ না করে তবে প্রথম এবং প্রধান কথা হবে – " সে নো টু জিয়া ফ্যামিলি ইনন বাংলাদেশ অ্যান্ড পলিটিক্স " এ দেশ ছারবি কিনা বল // নইলে কিলের চোটে হাড় করিব জল আর কোন প্রকার কোন ঘটনা বা দূর্ঘটনার দায় কিন্তু আপনারা এরাতে পারবেন না । দেখেন নীচে আপনাদের এমপি নিজেই এর প্রতিবাদ করছে । এই নির্যাতন বন্ধ করেন - আমরা শান্তি চাই , সুস্হ রাজনিতী করতে চাই ।

How many birth dates do you have? Obviously (except our ex PM Khaleda Zia) everyone will answer one (1). Our ex PM Khaleda Zia has a lot of birth dates. Because she loves to hear “Happy Birthday to You”, she loves to use it in politics. Her birthday stuffs are really funny to the people of Bangladesh. I want to share one of the few write ups that I got on the web while surfing internet:
====================================================================
Khaleda Zia was born to Iskandar Majumder and Taiyaba Majumder at Dinajpur District on the 15th August, 1945 (the other dates of birth Khaleda Zia used in the past were August 5, 1944 – Marriage certificate; September 5, 1946 – transcript; August 19, 1947 – record of prime ministerial oath; August 15, 1947 – press secretary; August 15, 1946 application form – electoral candidacy. She started celebrating 15th August as her birthday after she lost power to Sheikh Hasina in 1996 election. The critics say she deliberately chose this date just to hurt her opponent since it is a great day of mourning for Hasina when most of her family members were brutally murdered by some members of Bangladesh Army). Source: http://www.answers.com/topic/khaleda-ziaSee related news:
===================================================================
In this regard, I retrospect a movie that I watched few months back where the hero could get himself back to the past and change the bad history of his life. I suspect if the producer of that film got such idea from incidents of Bangladesh:)